মোবাইলের ব্যালেন্সে থাকা টাকার জাকাত
প্রশ্ন: মোবাইলের ব্যালেন্সে থাকা টাকার জাকাত দিতে হবে কি?
উত্তর: না, মোবাইলের ব্যালেন্সে থাকা টাকার জাকাত দিতে হবে না। কেননা, ব্যালেন্সে থাকা টাকা মূলত টাকা নয়; বরং ওই টাকার সমপরিমাণ আউটগোয়িং সেবামাত্র। তাই এর ওপর জাকাত আবশ্যক নয়।
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৭২; আলহিদায়া : ১ : ১৮৬; মোবাইল ও ইন্টারনেটের শরয়ি বিধান : ৩১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন