পয়লা বৈশাখ পালন করার বিধান

প্রশ্ন: পয়লা বৈশাখে বৈশাখী পোশাক পরা ও তা পালন করার বিধান কী?

উত্তর: ইসলামে পয়লা বৈশাখ বলে কোনো পালনীয় দিন নেই। এগুলো সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি। তাই মুসলমানদের জন্য বৈশাখী পোশাক পরা ও পয়লা বৈশাখ পালন করা ঠিক নয়।

সূত্র: মিরকাতুল মাফাতিহ : ৪ : ৪৩১; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান