কাগজের টুকরো দিয়ে হাত মোছার বিধান

প্রশ্ন: কোনো কোনো হোটেলে নাস্তা বা খাবার খাওয়ার পর হাত মোছার জন্য পেপার (পত্রিকা/কাগজ) এর টুকরো দেওয়া হয়। জানার বিষয় হল, পেপারের টুকরো দিয়ে হাত মোছা যাবে কি?

উত্তর: কাগজ ইলম ও জ্ঞানার্জনের মাধ্যম। আর ইলমের সকল মাধ্যম অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানযোগ্য। তাই পেপারের টুকরো দিয়েও হাত মোছা ঠিক নয়। এটা আদব পরিপন্থী কাজ।

সূত্র: আলমুহিতুল বুরহানি : ৮ : ১২৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩২২

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান