অপবিত্র মোবাইল পবিত্র করা ও তা পকেটে রেখে নামাজ পড়া

প্রশ্ন: যে মোবাইলে কোনো বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, তা পবিত্র করার পদ্ধতি কী? এই মোবাইল পকেটে নিয়ে নামাজ হবে কি?

উত্তর: যে মোবাইলে বাচ্চা প্রস্রাব করেছে বা প্রস্রাব লেগে গেছে, সেই মোবাইল শুধু শুকানোর দ্বারা পবিত্র হবে না; বরং সেটা পবিত্র করার জন্য ধোয়া আবশ্যক। এরকম অপবিত্র মোবাইল যদি পকেটে রেখে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে না। এমনকি অপবিত্র মোবাইল ভেজা হাতে স্পর্শ করলে হাতও নাপাক বলে গণ্য হবে।

সূত্র: আলহিদায়া : ১ : ১২৫; আন্নুতাফ ফিল ফাতাওয়া : ৫; ফাতাওয়া মাহমুদিয়া : ৫ : ২৪৭; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ৬২; ফাতাওয়া তাতারখানিয়া : ১ : ৪৫৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান