কাপড়ে রাস্তার কাদা লাগলে সেই কাপড়ের হুকুম
প্রশ্ন: কাপড়ে রাস্তার কাদা লাগলে কাপড় কি নাপাক হয়ে যাবে?
উত্তর: সাধারণ অবস্থায় রাস্তার কাদা পাক। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তবে যদি কাদায় নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায়, তবে তা নাপাক। এটি কাপড়ে লাগলে ঐ জায়গা ধুয়ে নিতে হবে।
সূত্র: আলআশবাহ ওয়ান নাজায়ের : ১ : ১৯৯; ফাতাওয়া বাজ্জাজিয়া : ৪ : ২৩; ফাতহুল কাদির : ১ : ১৮৬; আততাজনিস : ১ : ২৫৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন