হিল জুতা পরার হুকুম
প্রশ্ন: মেয়েদের জন্য হিল জুতা পরা জায়েজ হবে কি?
উত্তর: হিল পরা জায়েজ হলেও তা না পরাই উত্তম। কারণ, বর্তমানে এসব জুতা অশ্লীল ও নিকৃষ্ট মেয়েদের পছন্দের বস্তু। এরূপ নারীদের সাদৃশ্য গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত।
সূত্র: সুনানে আবি দাউদ : ৫৫৯; নির্বাচিত
ফাতাওয়া মাদানিয়া : ২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন