কুরবানির পশু ক্রয় করার পর কাউকে শরিক করার বিধান
প্রশ্ন: প্রতি বছর আমরা নির্দিষ্ট পাঁচ শরিক মিলে কুরবানি করি। এ বছরও কুরবানির এক সপ্তাহ আগে ৫জন মিলে একটি গরু ক্রয় করি। কুরবানির আগের দিন আমাদের এক প্রতিবেশী তাতে শরিক হতে চাইলে আমরা তাকে শরিক করে নিই। জানার বিষয় হল, এভাবে শরিক করার কারণে আমাদের কুরবানি আদায়ে কোনো ত্রুটি হয়েছে কি না? জানালে উপকৃত হব।
উত্তর: প্রশ্নোক্ত অবস্থায় সকলের কুরবানি সহিহ হয়েছে। তবে পাঁচ জনে মিলে কুরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয়ের পর নতুন করে শরিক নেওয়া অনুত্তম হয়েছে। এক্ষেত্রে ঐ শরিক থেকে প্রাপ্য টাকা সদকা করে দেওয়া উত্তম।
সূত্র: বাদায়েউস সানায়ে : ৪ : ২১০; আদ্দুররুল মুখতার : ৬ : ৪১৭; আলমাবসুত লিসসারাখসি : ১২ : ১৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন