কোনো মুসলমানকে কাফের বলার হুকুম

প্রশ্ন: এক লোক আরেক লোকের সঙ্গে ঝগড়া করাবস্থায় হঠাৎ বলে বসল, 'আরে, তুই তো কাফের, বেইমান!' এমনটি বলার হুকুম কী?

উত্তর: কোনো মুসলমানকে কাফের-বেইমান বলে গালি দেওয়া মারাত্মক গুনাহ। গালিদাতা যদিও এতে কাফের হবে না; কিন্তু সে ফাসেক হিসেবে গণ্য হবে। তাই কেউ যদি কোনো মুসলমানকে কাফের বলে গালি দেয়, তাহলে অনতিবিলম্বে সেই লোকের কাছে ক্ষমা চাইতে হবে এবং উত্তমরূপে তাওবা করতে হবে।

সূত্র: সুরা নিসা : ৯৪; সহিহ মুসলিম : ১ : ৫৮; মিশকাতুল মাসাবিহ : ৪১১; মিরকাতুল মাফাতিহ : ৯ : ৫৫; আলমাওসুআতুল ফিকহিয়া : ১৩ : ২৩৫; রুহুল মাআনি : ২৮ : ৪৭৩; জাওয়াহিরুল ফিকহ : ১ : ১২৬; ফাতাওয়া মাহমুদিয়া : ২ : ১৯১; ফাতাওয়া উসমানি : ১ : ৭৮; মাসায়িলে শিরক ও বিদআত : ২২।

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান