নতুন চাঁদ দেখে সালাম করার বিধান
প্রশ্ন: নতুন চাঁদ দেখে সালাম করার বিধান কী?
উত্তর: নতুন চাঁদ দেখে নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত। কিন্তু সালাম করার বিষয়টি প্রমাণিত নয়। তাই ইবাদত বা সোয়াবের কাজ মনে করে এমনটি করা বিদআত।
সূত্র: জামে তিরমিজি : ২ : ১৮৩; সুনানে আবি দাউদ : ৪৪২৮; মিশকাতুল মাসাবিহ : ২৭; ফিকহুস সুন্নাহ : ৮২১; কিতাবুল ফিকহি আলাল মাজাহিবিল আরবাআ : ২ : ৫০; মুজামুল মুসতালাহাত ওয়াল আলফাজিল ফিকহিয়া : ১ : ৩৬১; জাওয়াহিরুল ফিকহ : ১ : ৫১৪; ফাতাওয়া মাহমুদিয়া : ৫ : ২৫৯; আগলাতুল আওয়াম : ৮৫; কিতাবুন নাওয়াজেল : ১ : ৪৫০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন