একসঙ্গে রমজানের কাজা ও শাওয়ালের ছয় রোজার নিয়ত
প্রশ্ন: কেউ যদি শাওয়াল মাসে রমজানের কাজা রোজা রাখে এবং এর সাথে শাওয়ালের ছয় রোজার নিয়তও করে, তাহলে ফরজের কাজা এবং শাওয়ালের ছয় রোজার সোয়াব পাওয়া যাবে কি?
উত্তর: রমজানের কাজা রোজার সঙ্গে শাওয়ালের ছয় রোজার নিয়ত করলে তা রমজানের কাজা হিসেবেই গণ্য হবে। এতে শাওয়ালের ছয় রোজা আদায় হবে না এবং তার সোয়াবও পাওয়া যাবে না। শাওয়ালের ছয় রোজার সোয়াব পাওয়ার জন্য পৃথকভাবে ছয়টি রোজা রাখতে হবে।
সূত্র: বাদায়েউস সানায়ে : ২ : ২২৮; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৯৭;
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন