অমুসলিম ব্যক্তির রক্ত মুসলিম ব্যক্তির শরীরে পুশ করা

প্রশ্ন: কোনো মুসলিমের জন্য অমুসলিমের রক্ত নেয়া বৈধ হবে কী?

উত্তর: চিকিৎসার তীব্র প্রয়োজনের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম একজনের রক্ত অপরজনের শরীরে প্রবেশ করানো জায়েজ বলেছেন। কেননা, কুরআনে কারিম ও হাদিস শরিফের আলোকে বুঝা যায়, তীব্র প্রয়োজনের সময় হারাম জিনিস ব্যবহার ও গ্রহণ করার অনুমতি আছে। তবে যথাসম্ভব মুসলমানের শরীরে অমুসলিমের রক্ত প্রবেশ না করানো উচিত। কারণ, এতে মুসলমানের শরীরে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

সূত্র: সুরা বাকারা : ১৭৩; সহিহ বুখারি : ২ : ৮৪৮; সুনানে তিরমিজি : ১ : ৩০৬; তাবয়িনুল হাকায়েক : ৭ : ৭৪; জাওয়াহিরুল ফিকহ : ২ : ৪০; জাদিদ ফিকহি মাসায়েল : ১ : ২১৬;

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান