অমুসলিমের আয়োজনকৃত ইফতারে অংশগ্রহণ করার বিধান

প্রশ্ন: কোনো অমুসলিম যদি মুসলমানের জন্য ইফতারের আয়োজন করে সেই ইফতার গ্রহণ করা কি যাবে?

উত্তর: অমুসলিমদের আয়োজনকৃত ইফতার মুসলমানদের জন্য হালাল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে:
১. আয়োজনকারীর উপার্জন হালাল হতে হবে। সুদ, ঘুষ ইত্যাদি অবৈধ পন্থায় উপার্জন হতে পারবে না।
২. এতে তার ধর্মের লাভ বা উপকার থাকতে পারবে না। মুসলমানদেরকে তার ধর্মের প্রতি উদ্বুদ্ধ করতে পারবে না।
৩. ইফতারের দ্রব্যাদি মুসলমানদের জন্য হালাল হতে হবে। মদ, শূকর বা নাপাক কিছু থাকতে পারবে না।
সুতরাং কোনো অমুসলিম যদি 'ইফতার করানো একটা উত্তম কাজ' মনে করে মুসলমানদের জন্য ইফতারের আয়োজন করে আর তার উপার্জন হালাল হয়, তাহলে মুসলমানদের জন্য উক্ত ইফতারে অংশগ্রহণ করা জায়েজ আছে।

সূত্র: ই'লাউস সুনান : ১৪ : ১১২; ইমদাদুল ফাতাওয়া : ২ : ৬৬৪; ফাতাওয়া দারুল উলুম : ৬ : ৩৫৬ ও ৪৯৪; ফাতাওয়া কাসিমিয়া : ১১ : ৪৭৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান