টেস্টটিউব বেবির বিধান
প্রশ্ন: বর্তমান প্রচলিত টেস্টটিউব বৈধ কি না?
উত্তর: বর্তমান প্রচলিত টেস্টটিউব শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং মারাত্মক গুনাহ। তবে যদি উভয়ে পরস্পর স্বামী-স্ত্রী হয়, বীর্যটাও নিজের হয়, বীর্য গ্রহণের ক্ষেত্রে কোনো হারাম পন্থা অবলম্বন করা না হয় এবং টেস্টটিউবের সকল কার্যক্রম সম্পাদনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ না থাকে অর্থাৎ, সব কাজ স্বামী স্ত্রীই সম্পন্ন করে নেয়, তাহলে শরিয়তের দৃষ্টিতে কেবল এই সুরতে টেস্টটিউব বৈধ হতে পারে। বিকল্প কোনো পদ্ধতিই বৈধ নয়।
সূত্র: জাওয়াহিরুল ফাতাওয়া : ১ : ২২৬; আহসানুল ফাতাওয়া : ৫ : ২৩৭/ ৮ : ২১৫; ফাতাওয়া হক্কানিয়া : ৪ : ৫৯৫/৫৫৮; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন