রক্তদান কর্মসূচির বিধান
প্রশ্ন: বর্তমানে বিভিন্ন দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি পালন করা হয়ে থাকে। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?
উত্তর: রক্ত দানের শরয়ি নিয়ম হল, যদি কোনো অভিজ্ঞ ডাক্তার রোগীর ব্যাপারে এমন বলেন যে, এ মুহূর্তে তাকে রক্ত না দিলে তার মৃত্যু, কোনো অঙ্গহানী বা মারাত্মক শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে; আর এর বিকল্প কোনো ওষুধও না পাওয়া যায়, তাহলেই তাকে স্বেচ্ছায় রক্ত দেওয়া যাবে। অন্যথায় রক্ত দেওয়া বৈধ নয়। আর প্রশ্নে বর্ণিত অবস্থায় এরূপ প্রয়োজন না থাকায় এটা সম্পূর্ণ নাজায়েজ।
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩২৮; আল বাহরুর রায়েক : ৬ : ১১৫; ফাতাওয়া মাহমুদিয়া : ২৭ : ৩৮০; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন