মাদরাসার ওয়াকফকৃত জমি বিক্রি করা
প্রশ্ন: মাদ্রাসার ওয়াকফকৃত জমি বিক্রি করে জমিনের মূল্য দিয়ে মাদ্রাসার কোন কাজে ব্যয় করা যাবে কি না? অথবা ওই জমিনের মূল্য দিয়ে অন্যত্র অন্য কোন জমি ক্রয় করা যাবে কি না?
উত্তর: জমিটি যদি মাদরাসার জন্য ওয়াকফ করা হয়ে থাকে, তাহলে তা বিক্রি করে মাদরাসার কোন কাজে ব্যয় করা কিংবা এর মূল্য দিয়ে অন্য কোন জমি ক্রয় করা জায়েজ হবে না।
তবে যদি ওয়াকফকারী ওয়াকফ করার সময় বিক্রি করার অনুমতি দিয়ে থাকে কিংবা জমিটির অবস্থা এমন হয় যে, এর দ্বারা কোনভাবেই উপকৃত হওয়া যাচ্ছে না, তাহলে তা বিক্রি করে অন্য জমি ক্রয় করা যাবে। তবে এর দ্বারা যদি ন্যূনতম ফায়দাও লাভ করা যায়, তাহলেও তা বিক্রি করা যাবে না।
সূত্র: রদ্দুল মুহতার : ৪ : ৩৮৪; ফাতাওয়া হিন্দিয়া : ২ : ৩৯৯; ফাতাওয়া রহিমিয়া : ৯ : ৪৫;
ফাতাওয়া মাহমুদিয়া : ১৪ : ২৯০-২৯২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন