পোস্টমর্টেম করার হুকুম
প্রশ্ন: দুর্ঘটনায় নিহত ব্যক্তির পোস্টমর্টেম করা জায়েজ আছে কি?
উত্তর: শরিয়তের দৃষ্টিতে মানুষ জীবিতাবস্থায় যেমন সম্মানী, মৃত্যুর পরও তেমনি সম্মানী। জীবিত মানুষকে কষ্ট দেওয়া যেমন অপরাধ ও গুনাহ, তেমনি মৃত্যুর পরও কাউকে কষ্ট দেওয়া অপরাধ ও গুনাহের কাজ। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া কারো লাশ কাটা-ছেঁড়া বা পোস্টমর্টেম করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। তবে বিশেষ প্রয়োজন যেমন, মামলা-মোকদ্দমার ক্ষেত্রে পোস্টমর্টেম করার অবকাশ রয়েছে।
সূত্র: সুনানে আবি দাউদ : ২ : ৪৫৮; মুয়াত্তা মালিক : ২২০ : হাশিয়া- ৩; ইমদাদুল ফাতাওয়া : ১ : ৭৪১; কিফায়াতুল মুফতি : ৪ : ১৮৮; ফাতাওয়া হাক্কানিয়া : ২ : ৩৯৮; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন