ছেলেদের জন্য ব্রেসলেট পরার বিধান

প্রশ্ন: (ক) ছেলেরা হাতে ব্রেসলেট পরতে পারবে কি? (খ) তাতে যদি প্রাণীর ক্ষুদ্র ছবি থাকে, তাহলে তা পরে নামাজ হবে কি?

উত্তর: (ক) না, ছেলেরা হাতে ব্রেসলেট পরতে পারবে না। (খ) ক্ষুদ্র ছবিযুক্ত ব্রেসলেট নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে; তবে মাকরুহ হবে।

সূত্র: হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ১১৪; রদ্দুল মুহতার : ২ : ৪১৭; ফাতাওয়া কাজিখান : ১ : ৭৫; আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ১ : ৭৮৪

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান