তাওয়াফকালে ঋতুস্রাব শুরু হলে করণীয়

প্রশ্ন: তাওয়াফকালে কোনো মহিলার ঋতুস্রাব শুরু হলে করণীয় কী?

উত্তর: তাওয়াফকালে কোনো মহিলার ঋতুস্রাব শুরু হলে উক্ত মহিলা তাওয়াফ ও সায়ি ছাড়া হজের অন্যান্য বিধিবিধান পালন করবে। অতঃপর পবিত্র হলে তাওয়াফ, সায়ি এবং অবশিষ্ট অন্যান্য কাজ সম্পন্ন করবে।

সূত্র: সহিহ বুখারি : ১ : ২২৩; রদ্দুল মুহতার : ৩ : ৫৫২; ফাতাওয়া তাতারখানিয়া : ৩ : ৫৪৪; আলহিদায়া : ১ : ২৬৫; আলবিনায়া : ৪ : ৩২৩; আলমুফাসসাল ফি আহকামিল মারআহ : ২ : ২২৩; ফাতাওয়া হক্কানিয়া : ৪ : ২৩২; মুআল্লিমুল হুজ্জাজ : ৯১; আপ কে মাসায়িল আওর উন কা হল : ৫ : ৩৮৬; ফাতাওয়া দারুল উলুম : ৬ : ৫৪৬; মাসায়িলে হজ ও উমরা : ১২২;

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান