ঋতুস্রাবগ্রস্ত মহিলার কাজা রোজা রাখার পদ্ধতি
প্রশ্ন: কোনো এক মহিলার রমজান মাসে মাসিক স্রাব দেখা দিল। ফলে সে নামাজও পড়তে পারল না; রোজাও রাখতে পারল না। পরবর্তীতে সে পবিত্র হলে তার কাজা রোজা কখন আদায় করবে?
উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে পবিত্র হওয়ার পর যখনই সুযোগ পাবে, তখনই কাজা রোজা রাখতে পারবে। এ জন্য ধারাবাহিকতা কিংবা একইসঙ্গে সবগুলো রাখা আবশ্যক নয়। বরং যেদিনই রোজা রাখতে সক্ষম হবে, সেদিনই তার কাজা রোজা আদায় করবে।
সূত্র: সুরা বাকারা : ১৮৫; সহিহ বুখারি : ১১৪৬; সুনানে আবি দাউদ : ২৬৩; আদ্দুররুল মুখতার : ৩ : ৪০৫; রদ্দুল মুহতার : ২ : ৫৩৯; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ১ : ৪৬৩; ফাতাওয়া তাতারখানিয়া : ৩ : ৩৭৪; কিতাবুন নাওয়াজেল : ৬ : ৩৯২।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন