রোজার নিয়ত মুখে উচ্চারণ করা
প্রশ্ন: আমি প্রতি রমজানেই রোজাগুলো নিয়মিত রাখি। কিন্তু অধিকাংশ রোজার নিয়তই মুখে উচ্চারণ করি না; বরং রোজা রাখার উদ্দেশ্যে সেহরির জন্য ওঠে সেহরি খেয়ে নিই এবং অন্যান্য ইবাদত-বন্দেগি ঠিকমতো করতে থাকি। এমন করার দ্বারা আমার রোজাগুলো সহিহ হয়েছে কি না? নাকি আবার কাজা করতে হবে?
উত্তর: রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। নিয়ত মনের ইচ্ছার নাম, এক্ষেত্রে মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই আপনার রোজাগুলো সহিহভাবে আদায় হয়েছে।
সূত্র: আলবাহরুর রায়েক : ২ : ২৫৯; আলজাওহারাতুন নায়্যিরাহ : ১ : ১৭৬; রদ্দুল মুহতার : ২ : ৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৯৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন