কুরবানির পশুকে ওষুধ খাইয়ে মোটাতাজা করে বিক্রি করার বিধান এবং তা দ্বারা কুরবানির হুকুম

প্রশ্ন: (ক) বিক্রিতব্য কুরবানির পশুকে ওষুধ খাইয়ে মোটাতাজা করা যাবে কি?
(খ) এমন পশু দিয়ে কুরবানি হবে কি?

উত্তর: (ক) ক্রেতাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে শুধু ওষুধ খাইয়ে কুরবানির পশুকে সাময়িকভাবে মোটাতাজা করা যাবে না। তবে যদি ভিটামিন-জাতীয় ওষুধ খাইয়ে সাথে পর্যাপ্ত পরিমাণ ঘাস-পানিও খাওয়ানো হয় এবং স্থায়ীভাবে মোটাতাজা করা হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই।
(খ) ওষুধ খাইয়ে মোটাতাজা করা পশু যদি সুস্থ থাকে এবং নিজে থেকে ঘাস-পানি খেতে পারে, তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে। আর যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে, নিজ থেকে ঘাস-পানিও খেতে পারে না, তাহলে সেটা দ্বারা কুরবানি সহিহ হবে না।

সূত্র: সহিহ মুসলিম : ১ : ৭; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ২৯৮; এলাউস সুনান : ১২/১৩ : ৫৯৫৮; বাজলুল মাজহুদ : ১৫ : ৩৫; আল মাওসুআতুল ফিকহিয়া : ৩১ : ২১৯; রদ্দুল মুহতার : ৭ : ২০৮; ফাতাওয়া কাজিখান : ৩ : ২৪৯; মাজমাউল আনহুর : ৪ : ১৭১; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ৪ : ১৬৫।

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান