মনে মনে ঋণ মাফ করে পুণরায় চাওয়া
প্রশ্ন: দুই বছর আগে এক ব্যক্তিকে আমি পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। এর মধ্যে সে ৩০ হাজার টাকা পরিশোধ করেছে। বাকি টাকা এখনো পরিশোধ করেনি। পূর্বে তার কাছে বাকি টাকা পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না। তাই আমি তাকে বাকি টাকা মনে মনে মাফ করে দিয়েছিলাম। তবে তাকে কিছু বলিনি। এখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে।
প্রশ্ন হল, আমি যেহেতু তাকে মনে মনে মাফ করে দিয়েছি, এখন আমার জন্য তার থেকে বাকি টাকা চাওয়া এবং নেওয়া জায়েজ হবে কি?
উত্তর: শুধু মনে মনে ঋণ মাফ করে দিলে তা মাফ হয়ে যায় না; বরং ঋণগ্রহিতাকে মাফের কথা জানালে এবং সে গ্রহণ করলে তখন মাফ হবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণগ্রহিতা থেকে বাকি টাকা চাওয়া এবং নেওয়া জায়েজ হবে।
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৮৪; আলমুহীতুল বুরহানী ৯/১৮২; রদ্দুল মুহতার ১/৫৩৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন