ভিডিও গেমস তৈরি করা ও তা দ্বারা উপার্জনের বিধান

প্রশ্ন: আমার এক বন্ধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে। এখন সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে যদি ভিডিও গেমস বানাতে চায়, সেটা কি জায়েজ হবে?

উত্তর: কয়েকটি কারণে ভিডিও গেমস তৈরি করা নাজায়েজ।
১. এটি একটি অহেতুক কাজ। ভিডিও গেম খেলার দ্বারা শারিরীক বা ধর্মীয় কোনো উপকার নেই। বরং এর দ্বারা সময় নষ্ট হয়। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ কমে যায়। গেমের নেশায় ইবাদতেও মনোযোগ নষ্ট হয়। এমনকি ক্ষেত্রে বিশেষে কাজাও হয়।
যেহেতু এটি একটি অহেতুক ও অপ্রয়োজনীয় বিষয়, আর ইসলামে অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করতে নিষেধ করেছে, সেই হিসেবে ভিডিও গেমস তৈরি করা জায়েজ হবে না।
২. এতে বিভিন্ন মিউজিক ব্যবহার করা হয়। যা শরয়ি দৃষ্টিকোণ থেকে অবৈধ।
৩. মানুষ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরী করা হয়। যা সম্পূর্ণই নাজায়েজ।
সুতরাং আপনি আপনার বন্ধুকে বলুন, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন— আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিকের অনেক পথ খোলা রেখেছেন। তাই হারাম পথ বর্জন করে অন্য কোনো জায়েজ পথ বেছে নিতে।

সূত্র: সুরা লুকমান : ৬; সুনানে সুগরা লিলবায়হাকি : ৩৩৫৯; সুনানে কুবরা লিলবায়হাকি : ২১০০০; ইগাসাতুল লাহফান : ১ : ১৯৩; তাফসিরে কুরতুবি : ১৪ : ৫২; সহিহ মুসলিম : ৫৬৬২ ও ৫৬৫৭; তাহাবি শরিফ : ৬৯৪১, সহিহ বুখারি : ৫৬০৭, ৭১১৯, ৫৬১২, ৫৬১৬ ও ৭১১৮; সহিহ ইবনে হিব্বান : ৫৮৪৫;

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান