বিবস্ত্র হয়ে গোসল করার বিধান

প্রশ্ন: বাথরুমের দরজা বন্ধ করে কি পোশাক খুলে গোসল করা যাবে? অর্থাৎ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে কি?

উত্তর: অন্য কেউ দেখার আশংকা না থাকলে পোশাক খুলে গোসল করা যাবে। তবে হাদিসে এসেছে, লজ্জা করার ব্যপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বেশি হকদার। তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম।

সূত্র: সহিহ বুখারি : ১ : ৬৪; সুনানে আবু দাউদ : ৪০১৭; উমদাতুল কারি : ৩ : ৩৩৮; আল মাবসূত লিসসারখসি : ৩০ : ২৬৫; ফাতাওয়া মাহমুদিয়া : ৫ :৯১

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান