একজনের একাধিকবার জানাজা পড়ার বিধান
প্রশ্ন: একজন মৃত ব্যক্তির জানাজা দোহরানো যাবে কি না? অর্থাৎ একবার জানাজা হয়ে গেলে তার জানাজা দ্বিতীয়বার পড়া যাবে কি না? গেলে পদ্ধতি কী? জানালে উপকৃত হবো।
উত্তর: একবার কারো জানাজা পড়া হলে পুণরায় তার জানাজা পড়া যাবে না। তবে মৃত ব্যক্তির অভিভাবকের অজ্ঞাতসারে তাদের ছাড়াই যদি অন্যরা জানাজা পড়ে ফেলে, কেবল তখনই মৃত ব্যক্তির অভিভাবকদের জন্য দ্বিতীয়বার জানাজা পড়ার সুযোগ আছে। কিন্তু তখনও যারা একবার জানাজা পড়েছে, তারা সে জানাজায় দ্বিতীয়বার শরিক হতে পারবে না।
উল্লেখ্য, ইচ্ছাকৃতভাবে মৃত ব্যক্তির অলী বা অভিভাবককে প্রথম জানাজা না পড়িয়ে দ্বিতীয়বার জানাজা পড়ার সুযোগ সৃষ্টি করা শরীয়ত সমর্থন করে না।
সূত্র: রদ্দুল মুহতার : ৩ : ১৪৪; এলাউস সুনান : ৮ : ২৮৮; হালাবি কাবির : ৫০৪; বাদায়েউস সানায়ে : ২ : ৩৫৫; আল মাবসুত লিসসারখসি : ২ : ৬১; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ১ : ৩৭৫; আলবাহরুর রায়েক : ২ : ৩১৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন