হারবাল ওষুধ ব্যবহারের হুকুম

প্রশ্ন: হারবাল ওষুধ ব্যবহার করা জায়েজ আছে কি? 

উত্তর: হ্যাঁ, হারবাল ওষুধে যদি অপবিত্র অ্যালকোহলের মিশ্রণ না থাকে, তাহলে তা সেবন ও ব্যবহার করা জায়েজ আছে।  যদি মিশ্রণ থাকে, তাহলে একান্ত নিরুপায় হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে রোগ মুক্তির অন্য কোনো ওষুধ না থাকলে, তা সেবন করার অবকাশ আছে।

সূত্র: রদ্দুল মুহতার : ৯ : ৫৫৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩৫৫; জাওয়াহিরুল ফিকহ : ২ : ৩৪; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান