হারবাল ওষুধ ব্যবহারের হুকুম
প্রশ্ন: হারবাল ওষুধ ব্যবহার করা জায়েজ আছে কি?
উত্তর: হ্যাঁ, হারবাল ওষুধে যদি অপবিত্র অ্যালকোহলের মিশ্রণ না থাকে, তাহলে তা সেবন ও ব্যবহার করা জায়েজ আছে। যদি মিশ্রণ থাকে, তাহলে একান্ত নিরুপায় হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে রোগ মুক্তির অন্য কোনো ওষুধ না থাকলে, তা সেবন করার অবকাশ আছে।
সূত্র: রদ্দুল মুহতার : ৯ : ৫৫৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩৫৫; জাওয়াহিরুল ফিকহ : ২ : ৩৪; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন