নামাজে মহিলাদের চুল খোপা করে রাখা

প্রশ্ন: মহিলারা নামাজ আদায়ের সময় চুল খোঁপা করে রাখলে নামাজের কোনো সমস্যা হবে কি? যদি সমস্যা হয,় তাহলে চুল কীভাবে রাখতে হবে?

উত্তর: মহিলাদের জন্য নামাজের সময় চুল খোঁপা করে রাখতে কোনো বাধা নেই। কেননা মহিলাদের জন্য শরীয়তের বিধান হল, তারা নামাজ আদায়ের সময় পরিপূর্ণভাবে চুল ঢেকে রাখবে। নামাজ অবস্থায় তারা চুল ছেড়ে বা বেঁধে-যে কোনো ভাবে রাখতে পারেন। তবে চুল ছাড়া থাকলে অসতর্কতাবশত কখনো তা খুলে যেতে পারে। তাই নামাজে চুল খোঁপা করে রাখাই ভালো।

সূত্র: শরহুল মুনইয়া : ২১২; আদ্দুররুল মুখতার : ১ : ৪০৫; আলমুহিতুল বুরহানি : ২ : ১৫; আলবাহরুর রায়েক : ১ : ২৭০

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান