কুকুর ও বিড়াল পোষার বিধান

প্রশ্ন: বিড়াল পোষা কি জায়েজ? আর কুকুর পোষার হুকুম কী? কোনো প্রয়োজনে বা প্রয়োজন ছাড়া এমনিতেই কুকুর পোষা কি জায়েজ?

উত্তর: বিড়াল পোষা জায়েজ আছে।
কিন্তু শরীয়তসম্মত ওজর ছাড়া কুকুর পোষা মারাত্মক গুনাহের কাজ।  শিকার করার জন্য বা ঘর-বাড়ি পাহারার প্রয়োজনে কুকুর রাখা জায়েজ আছে।
তবে শরয়ি প্রয়োজন ছাড়া কুকুর পোষা জায়েজ নয়। বিশেষত বর্তমানে বিজাতীয় ফ্যাশনের অনুকরণে কুকুর পালার যে রেওয়াজ হয়েছে, তা সম্পূর্ণ হারাম।

সূত্র: সহিহ বুখারি : ৩৪৮২ ও ৫৯৪৯; ফাতহুল বারি : ৬ : ৪১২; সহিহ মুসলিম : ১৫৭৫; আলইসতিজকার : ১ : ২০৩; ফয়জুল কাদির : ৩ : ৫২২; উমদাতুল কারি : ১৫ : ১৯৮; শরহে মুসলিম লিন্নববী : ৩ : ১৮৬; মিরকাতুল মাফাতিহ : ২ : ৪৫৬; ফাতহুল কাদির : ৫ : ৩৪৬; আলবাহরুর রায়েক : ৬ : ১৭৩; রদ্দুল মুহতার : ৫ : ২২৭;

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান