রোজা অবস্থায় কুলি করার পর মুখে লেগে থাকা পানি গিলে ফেলা
প্রশ্ন: কুলি করার পর সাধারণত মুখে যে পানি লেগে থাকে, তা রোজা অবস্থায় থুথুর সাথে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কি?
উত্তর: না, এতে রোজার কোনো ক্ষতি হবে না।
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ১ : ২০৩; মাজমাউল আনহুর : ১ : ৩৬১; মারাকিল ফালাহ : ৬৬০; আদ্দুররুল মুখতার : ২ : ৩৬২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন