বদলি হজ করানোর পর পুণরায় হজ করার আবশ্যকীয়তা

প্রশ্ন: বদলি হজ করানোর পর যদি নিজে হজ করতে সক্ষম হয়, তাহলে কি পুণরায় হজ করা জরুরি?

উত্তর: হ্যাঁ, বদলি হজ করানোর পর নিজে হজ করতে সক্ষম হলে পুণরায় হজ করা ফরজ। বদলি হজ তার জন্য যথেষ্ট নয়।

সূত্র: আলমাবসুত : ৩/৪ : ১৭০: ফাতাওয়া হিন্দিয়া : ১ : ৩২১; ফাতাওয়া সিরাজিয়া : ১৮২; আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ : ১ : ৫০২; গুনিয়াতুন নাসিক : ৩২১; ফাতাওয়া তাতারখানিয়া : ৩ : ৬৪৮; মাজমাউল আনহুর : ১ : ৪৫৫; আলমুহিতুল বুরহানি : ৩ : ৮৩; কানজুদ দাকায়েক : ৯৪; আলবাহরুর রায়েক : ৩ : ১০৭; আননাহরুল ফায়েক : ২ : ১৬২; তাবয়িনুল হাকায়েক : ২ : ৪২৪; ফাতাওয়া মাহমুদিয়া : ১৫ : ৪৫০।

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান