ভুল হওয়ার সন্দেহে সাহু সিজদা
প্রশ্ন: যদি কেউ নামাজে নিশ্চিতভাবে ভুল না হওয়া সত্ত্বেও ভুল হয়েছে ভেবে সাজদায়ে সাহু করে, তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে কি? দয়া করে জানাবেন।
উত্তর: নামাজে ভুল হওয়ার সন্দেহ প্রবল হলেই কেবল সাহু সিজদা করার নিয়ম রয়েছে। নিছক সন্দেহের ওপর সাহু সিজদা করা ঠিক নয়। অবশ্য ভুলের ধারণা প্রবল না হওয়া সত্ত্বেও কেউ সাহু সিজদা করলে তার নামাজ আদায় হয়ে যাবে, তবে মাকরুহ হবে।
সূত্র: আদ্দুররুল মুখতার : ১ : ৫৯৯; ইমদাদুল মুফতিন : ৩১৭;
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন