ঋণের ক্ষেত্রে বিকাশের খরচ বহন কে করবে?

প্রশ্ন: কেউ যদি বিকাশ (বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে ঋণ নেয় কিংবা ঋণ পরিশোধ করে, তাহলে বিকাশের খরচ কে বহন করবে? ঋণদাতা, নাকি ঋণগ্রহীতা?

উত্তর: বিকাশ সেবা ঋণগ্রহীতার সুবিধার জন্য গ্রহণ করা হচ্ছে বিধায়, বিকাশের খরচ ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। তবে ঋণদাতা যদি খুশি মনে বিকাশ খরচ দিয়ে দেয়, তাহলে ভিন্ন কথা।

সূত্র: রদ্দুল মুহতার : ৩ : ৮৪৮; ফাতাওয়া হিন্দিয়া : ৩ : ১৯০; আলআশবাহ ওয়ান নাজায়ের : ১৪৩; জামিউল ফাতাওয়া : ২ : ২৬২; আপ কে মাসায়িল আওর উন কা হল : ৭ : ১৯১; আহসানুল ফাতাওয়া : ৭ : ১৭৫; ফাতাওয়া মুফতি মাহমুদ : ৯ : ৩০৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান