জারজ সন্তানের মিরাস
প্রশ্ন: জনৈক ব্যক্তি এক অবিবাহিতা নারীর সাথে ব্যাভিচারে লিপ্ত হয় ফলে একটি পুত্রসন্তান জন্ম হয়। বিষয়টি এলাকার অনেক মানুষই জানে। সেই ব্যক্তি মারা গেলে তার অবৈধ সন্তান উত্তরাধিকারসূত্রে সম্পত্তির দাবি করে। তখন মৃতের বৈধ ছেলে-মেয়ে ও অন্যান্য ওয়ারিশগণ তাকে সম্পত্তি দিতে অস্বীকার করে। শরিয়তের দৃষ্টিতে এর সমাধান কী? জারজ সন্তান কি এক্ষেত্রে মিরাসের অধিকার লাভ করবে? আশা করি উত্তর জানিয়ে বাধিত করবেন।
উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে উত্তরাধিকারের দাবিদার উক্ত সন্তান ঐ ব্যভিচারী থেকে মিরাস পাবে না। তার মিরাসের দাবিও গ্রহণযোগ্য হবে না। তার বংশসূত্র তার মা থেকে প্রমাণিত হবে এবং সে তার মা থেকেই মিরাস পাবে।
সূত্র: জামে তিরমিজি : ২১১৩; মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৩২০৬৫; ইলাউস সুনান : ৮ : ৭৯; আলবাহরুর রায়েক : ৮ : ৫০৩; আলমুহিতুল বুরহানি : ২৩ : ৩৬৪; তাবয়িনুল হাকায়েক : ৭ : ৪৯১; ফাতাওয়া তাতারখানিয়া : ২০ : ৩৪৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন