বাজনাসহ আরবি নাশিদ শোনার বিধান
প্রশ্ন: ইদানীং ইউটিউব এবং অন্যান্য সাইটে আরবি বা অন্যান্য ভাষার নাশিদ পাওয়া যায়। সেগুলো শুনতে ভালোই লাগে। তবে সেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছে এবং ভিডিও ফুটেজও আছে। জানার বিষয় হলো, সেগুলো শুনা এবং দেখা জায়েজ হবে কি না?
উত্তর: বাদ্যযন্ত্র ব্যবহৃত বস্তু শোনা বৈধ নয়। বিষয়বস্তু ভালো হলেও বাজনার কারণে তা হারাম। আর গানে যদি নারীদের প্রদর্শিত করা হয়, তাহলে তা আরো জঘন্য হারাম। তাই এসব শোনা থেকে বিরত থাকতে হবে।
সূত্র: সূরা লুকমান : ৬; মাআরিফুল কুরআন : ৭ : ৪; সুনানে ইবনে মাজাহ : ৪০২০; সহিহ ইবনে হিব্বান : ৬৭৫৮; ইগাছাতুল লাহফান : ১ : ১৯৩; তাফসীরে কুরতুবী : ১৪ : ৫২।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন