ইতিকাফ অবস্থায় মসজিদের বাইরে সালাম ও সালামের জবাব দেওয়া
প্রশ্ন: ইতিকাফ অবস্থায় কেউ শরীয়তসম্মত কোনো প্রয়োজনে যদি বাইরে যায়, তাহলে সে কাউকে সালাম ও এর জবাব দিতে পারবে কি না? আমাদের এখানে কেউ কেউ বলেন যে, তার জন্য সালাম দেওয়াও নাকি সহিহ নয়। আবার কেউ বলেন, সালাম দেওয়া যাবে। তাই এক্ষেত্রে সঠিক মাসআলা জানতে চাই।
উত্তর: ইতিকাফকারী কোনো প্রয়োজনে মসজিদের বাইরে গেলে সালাম বা সালামের জবাবের জন্য না থেমে রাস্তায় চলতে চলতে কিংবা প্রয়োজনীয় কাজটি সারতে সারতে সালাম ও সালামের জবাব দিতে পারবে। এতে তার ইতিকাফের কোনো ক্ষতি হবে না।
সূত্র: সুনানে আবি দাউদ : ২৪৭২; মিরকাতুল মাফাতিহ : ৪ : ৫২৯; রদ্দুল মুহতার : ২ : ৪৪৫; ইমদাদুল আহকাম : ২ : ১৪৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন