মেয়ের জামাইয়ের সঙ্গে হজে যাওয়ার বিধান

প্রশ্ন: শাশুড়ি কি তার মেয়ের জামাইয়ের সঙ্গে হজে যেতে পারবে?

উত্তর: হ্যাঁ, শাশুড়ি তার মেয়ের জামাইয়ের সঙ্গে হজে যেতে পারবে। কারণ, তারা একে অপরের মাহরাম। তবে বর্তমানে যেহেতু ফেতনার যুগ, তাই ভাই, স্বামী বা ছেলে থাকাবস্থায় মেয়ের জামাইয়ের সঙ্গে না যাওয়াটাই ভালো।

সূত্র: সহিহ বুখারি : ১১৯৭; মুয়াত্তা মালিক : ২ : ৯৭৯; বাদায়েউস সানায়ে : ২ : ৩০০; হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ৩৯৭; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ২৭৪; মুআল্লিমুল হুজ্জাজ : ৬৯; ফাতাওয়া রহিমিয়া : ৮ : ২৮৭; মাসায়িলে হজ ও উমরা : ১০১।

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান